Saturday, 9 May 2020

কাল নিলামে উঠছে মুশফিকের ইতিহাস গড়া ব্যাট

করোনায় থমকে গেছে গোটা পৃথিবী। এমন অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ দেওয়া হয় অঘোষিত লকডাউন। যার ফলে দুস্থ ও অসহায় মানুষেদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবন যাপন করছে সেইসব মানুষেরা। তাই করোনা পরিস্থিতিতে সেইসব দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে এইসকল মানুষদের পাশে দাড়াতে গত বিশ্বকাপের নিজের পছন্দের ব্যাট নিলামে তুলেন সাকিব আল হাসান।
২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার ইতিহাস গড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। শনিবার (০৯ মে) শুরু হচ্ছে মুশফিকের সেই ব্যাটের নিলাম।
ই-কমার্স সাইট ‘পিকাবু’র মাধ্যমে হবে মুশফিকের ব্যাটের নিলাম। বৃহস্পতিবার (০৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে করোনাকালে অসহায়দের মাঝে। শনিবার রাত ১০টায় নিলাম শুরু হয়ে চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই সময়ে নিলাম হবে মাশরাফী বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, আকবর আলী, নাঈম শেখের স্মারকেরও।
নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে মুশফিক লিখেছেন, ‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে।’
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দুই ধাপে ব্যয় করবেন মুশফিক, ‘নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দেব ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াব।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: